আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮ স্টেশনের ২১ ইউনিট
২৮ মার্চ ২০১৯ ১৫:২৩ | আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৬:৫৮
ঢাকা: বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। ঢাকার মোট আটটি স্টেশন থেকে এই ২১টি ইউনিট বনানীতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ৩ টায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অফিসের ডিউটি অফিসার রাসেল সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
রাসেল জানান, ঢাকার ১৬টি স্টেশনের মধ্যে ৮টি স্টেশনের কর্মীরাই এখন এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। মহাখালী, বারিধারা, কুর্মিটোলা, তেজগাঁও, সিদ্দিকবাজার, উত্তরা, মিরপুর, পলাশী ও হেডকোয়ার্টার থেকে এসেছে এই ২১টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে বেলা পৌনে একটার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে শুরুতেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে বাড়ানো হয় ইউনিট সংখ্যা। দুপুর আড়াইটার দিকে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীও।
সারাবাংলা/ইএইচটি/এসএমএন