Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যানেল নাইন শর্ত ভঙ্গ করেছে কি না খতিয়ে দেখার আহ্বান বিএফইউজে’র


২৮ মার্চ ২০১৯ ১৩:২৯

ঢাকা: একযোগে চাকরিচ্যুত ও সংবাদ বিভাগ বন্ধের সিদ্ধান্তে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাইন লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে কি না, তা খতিয়ে দেখতে তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে।

সংগঠনটির পক্ষে সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও কোষাধ্যক্ষ দীপ আজাদ এক বিবৃতিতে বৃহস্পতিবার (২৮ মার্চ) এ আহ্বান জানান। পাশাপাশি চ্যানেল নাইন এর সব সংবাদকর্মীকে একযোগে চাকুরিচ্যুত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, চ্যানেল নাইন কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত সম্প্রতি মন্ত্রিসভায় খসড়া অনুমোদন হওয়া গণমাধ্যমকর্মী চাকরি আইনের চরম লঙ্ঘন। এভাবে আইন লঙ্ঘন করে গণমাধ্যমকর্মীদের চাকরিহরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনবর্হাল করার দাবি জানানো হয়েছে বিএফইউজে’র বিবৃতিতে।

সারাবাংলা/একে

বিএফইউজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর