Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনশক্তি ও পানি আমাদের সবচেয়ে বড় সম্পদ: পররাষ্ট্র মন্ত্রী


২৮ মার্চ ২০১৯ ০১:৪৯

জাবি: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো দুটি। একটি হচ্ছে জনশক্তি আর অন্যটি হচ্ছে পানি। এই দুই সম্পদের যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় সেজন্য নানান উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বুধবার (২৭ মার্চ) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব-২০১৯’এর আলোচনা ও সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের যথেষ্ট পানি আছে। সেই পানির আমরা যদি সঠিক ব্যবস্থাপনা করতে পারি তবে আমাদের আর কোনো ভয়ের কারণ নেই। আর আমাদের ৪৯ ভাগ জনগণ হচ্ছে ২৫ বছরের নিচে। এক বিরাট মনুষ্য সম্পদ। এটা যেন বিফলে না যায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন বই দিচ্ছেন। যাতে শিক্ষার্থীরা পড়াশুনা করে দেশের জন্য কাজ করতে পারে।’

যুব সমাজের উদ্দেশ্যে ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘তোমরা অনেক ভাগ্যবান। দেশে গত কয়েক বছরে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তাতে আমাদের প্রত্যাশা যেমন বেড়েছে, সরকারের দায়-দায়িত্বও অনেক বেড়ে গেছে। গত ১০ বছরে আমাদের যে অভাবনীয় সাফল্য সর্ব ক্ষেত্রে সেটা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে কুটনৈতিক হিসেবে অবদানের জন্য পররাষ্ট্র মন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উৎসবের আহ্বায়ক অধ্যাপক বশির আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক ‘শ্রাবণ ট্রাজেডি’ মঞ্চায়িত হওয়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব-২০১৯’ সমাপ্ত হয়। উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে আর্ট ক্যাম্প ও স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিএ

জনশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পররাষ্ট্র মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর