কারওয়ানবাজারে প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু
২৭ মার্চ ২০১৯ ২২:২৫ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ২২:৪৬
ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।ৎ
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী শফিকুল ইসলাম জানান, কারওয়ানবাজারে প্রজাপতি গুহার পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত পরিচয় ওই যুবক। এ সময় ফার্মগেট থেকে শাহবাগের দিকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। প্রাইভেটকারের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ