দুই বছরের জন্য পুনঃনিয়োগ পেলেন স্বাস্থ্যের ডিজি আবুল কালাম আজাদ
২৭ মার্চ ২০১৯ ১৯:৫২ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ২০:৪১
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে আরও দুই বছরের জন্য নিয়োগ পেলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বুধবার (২৭ মার্চ) জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল অথবা অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (প্রশাসন) পদে সফলভাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সারাবাংলা/জেএ/এমএনএইচ