Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ সিটি থেকে নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ


২৭ মার্চ ২০১৯ ১৮:৫৩

ঢাকা: ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকা থেকে সব ধরনের নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ মার্চ) নির্বাচন কমিশনের জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

সেখানে আগামী ৭ এপ্রিল রাত ১২টার মধ্যে সিটি করপোরেশন এলাকা থেকে সব ধরনের নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। ইসির সহকারী পরিচালক মো. আসাদুল হক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ময়মনসিংহ সিটি নির্বাচন: আ. লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু সোমবার

ইসির নির্দেশনায় বলা হয়, আগামী ৫মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, ‍বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের ও প্যান্ডেলসহ সব ধরনের নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের প্রয়োজন। একইসঙ্গে নির্বাচনি এলাকায় সব ধরনের আলোকসজ্জার মাধ্যমে প্রচারণা সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে সেগুলোও অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়। এতে আরো বলা হয়, সম্ভাব্য প্রার্থীগণ তাদের নিজ খরচে এসব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণ করতে হবে।

এর আগে গত ২৫ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫মে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাচাই ১০ এপ্রিল। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের ১১ থেকে ১৩ এপ্রিল। আপিল নিষ্পত্তি ১৪ থেকে ১৬ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৮ এপ্রিল এবং ভোট গ্রহণ ৫মে ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি করপোরেশন দেশের ১২তম সিটি করপোরেশন। ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পূর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ময়মনসিংহ সিটি করপোরেশন অনুমোদন দেওয়া হয়। পরে ২০১৮ সালের ১৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। ৩৩টি সাধারণ ও ৯ সংরক্ষিত ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়েছে। এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১ বর্গমিটার।

সারাবাংলা/জিএস/এমআই

আরও পড়ুন:

ময়মনসিংহের প্রথম সিটি নির্বাচন ৫ মে

নির্বাচনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর