পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
২৭ মার্চ ২০১৯ ১৪:৩০ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৭:৫২
ঢাকা: পঞ্চগড় জেলা পরিষদ উপনির্বাচনে বিজয়ী আনোয়ার সাদাতকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি এই উপনির্বাচনে বিজয়ী হন আনোয়ার সাদাত। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে চেয়্যারম্যানের দায়িত্বভার গ্রহণ করা আমানুল্লাহ গত ৯ জানুয়ারি মারা গেলে এই উপনির্বাচন আয়োজন করা হয়।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জেলা ও উপজেলাসহ সব জায়গার চাহিদা ও প্রয়োজনীয়তা একরকম নয়। যেখানে যতটুকু চাহিদা ও প্রয়োজনীয়তা, সেই অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। এসময় উপজেলা পর্যায় থেকেই উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তবে কেবল উন্নয়নই নয়, পরিবেশের দিকে লক্ষ রাখার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন কাজে ও অবকাঠামো নির্মাণে ফসলি জমি যেন নষ্ট না হয়। একইসঙ্গে পরিবেশকেও গুরুত্ব দিতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, রেলপথ বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম সুজন, এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান, কাযালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ অন্যেো।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।
সারাবাংলা/টিআর