বিদেশে পলাতক আসামিদের দ্রুত ফেরত চায় বাংলাদেশ
২৭ মার্চ ২০১৯ ১৫:৩৬ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৫:৩৮
ঢাকা: দেশের আদালতে দণ্ডাদেশের পর বিদেশ পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। বুধবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানান।
‘আদালতের রায়ে দণ্ডাদেশ পাওয়া যুক্তরাজ্যে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে কবে নাগাদ ফেরত আনা হবে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে লুকিয়ে থাকা সব অপরাধীকে ফেরত আনতে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশাবাদী, বিদেশে পলাতক সব অপরাধীকে ফেরত আনতে পারব।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই বিষয়গুলো একটি প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। সময় প্রয়োজন। তবে দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
এরআগে, গত ৫ মার্চ (মঙ্গলবার) ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার এলিনশন ব্লেক বিদায়ী সাক্ষাৎ করতে এলে বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়। ওই যুক্তরাজ্যে পলাতক আসামিদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী।
সারাবাংলা/জেআইএল/এমএনএইচ