Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিয়াজ খুন: আসামি আরমান রিমান্ডে


২৭ মার্চ ২০১৯ ১৪:৪৬ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৫:০২

চট্টগ্রাম ব্যুরো: প্রায় আড়াই বছর আগে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। মোহাম্মদ আরমান নামে ওই আসামিকে দুই দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৭ মার্চ) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম শহীদুল্লাহ কায়সার এই আদেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজন কুমার বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত ২০ মার্চ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে আরমানকে গ্রেফতার করে সিআইডি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মো. আলমগীর টিপুর ভাই। একই মামলায় আরমানের সঙ্গে টিপুও আসামি।

দিয়াজ ইরফান চৌধুরীও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিয়াজ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদকও ছিলেন।

২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা নিয়ে নানা নাটকীয়তার পর ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, আত্মহত্যা নয়, দিয়াজকে খুন করা হয়েছিল। ঘটনার পর ২৪ নভেম্বর জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার আসামিরা হলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ, বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক রাশেদুল আলম জিসান, ছাত্রলীগ কর্মী আবু তোরাব পরশ, মনসুর আলম, আব্দুল মালেক, মিজানুর রহমান, আরিফুল হক অপু ও মোহাম্মদ আরমান। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছিল।

ওই মামলায় আনোয়ার হোসেন আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গিয়েছিলেন।  মামলার আসামি ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। দিয়াজ নিজেও নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

দিয়াজ ইরফান চৌধুরী দিয়াজ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর