বাংলাদেশে বিনিয়োগ করতে থাইল্যান্ডের প্রতি বাণিজ্যমন্ত্রী আহ্বান
২৭ মার্চ ২০১৯ ১৪:৩১ | আপডেট: ২৭ মার্চ ২০১৯ ১৪:৩৮
ঢাকা: বাংলাদেশে বিনিয়োগ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২৭ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সেনারগাঁও হোটেলে চার দিনব্যাপী থাইল্যান্ড ট্রেড ফেয়ার: টপ থাই ব্র্যান্ডস ২০১৯ মেলার উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান।
এ সময় টিপু মুনশি বলেন, বিদেশিদের বিনিয়োগের জন্য বাংলাদেশকে আমরা উন্মুক্ত করে দিয়েছি। বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান আমাদের দেশে বিনিয়োগ করছে। থাইল্যান্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে, তারা যেন আমাদের দেশে বিনিয়োগ করে।
চিকিৎসা, ব্যবসা, ঘুরতে প্রতি বছর অসংখ্য বাংলাদেশি থাইল্যান্ডে যায়। নানান কাজে অনেকের একাধিকবারও যাওয়ার প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে ভিসা পেতে অনেক সময়ই বেগ পেতে হয় বাংলাদেশিদের। থাইল্যান্ড যেন ভিসা দেয়ার বিষয়টি আরও সহজ করে, সেই বিষয়েও আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
মেলায় ৭৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। মেলা চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের কাউন্সিলর ক্রাইচক অরুনপাইরজকুলসহ দেশটির ব্যবসায়ী ও ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসজে/জেএএম