Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বন্ধের পক্ষে শিক্ষাবিদরা


২৭ মার্চ ২০১৯ ০৯:৩৪ | আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৯:০১

ঢাকা: চলতি বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোনো পরীক্ষা দিতে হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্যটি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।

প্রাথমিক শিক্ষায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বন্ধের এই সিদ্ধান্ত কীভাবে দেখছেন শিক্ষাবিদরা— এমন প্রশ্নের জবাবে প্রবীণ শিক্ষক ও সাহিত্যিক সিরাজুল ইসলাম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘পরীক্ষা যত কম হবে তত ভালো। এটা কেন নেওয়া হতো, সেটাই আমরা বুঝতাম না। এত কম বয়স থেকেই বাচ্চাদের পরীক্ষামনস্ক করাটা অন্যায়। এতে শেখার চাইতে পরীক্ষায় পাস করার জন্য পড়তে হয় বেশি।’

বিজ্ঞাপন

কেবল তৃতীয় শ্রেণি পর্যন্ত নয়, এসএসসি পর্যন্তই সব ধরনের পরীক্ষার বিপক্ষে মত দিয়েছেন প্রতিতযশা এই লেখক। সারাবাংলাকে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে। আমি মনে করি, মূল্যায়ন পদ্ধতিও থাকা উচিত নয়। পরীক্ষা পদ্ধতি থাকবেই না। শিক্ষার্থীরা সরাসরি এসএসসি পরীক্ষা দেবে। এর আগে তাদের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো করে গড়ে তুলতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালক সৈয়দা তাহমিনা আখতারও পরীক্ষা বন্ধের পক্ষেই মত দিয়েছেন। সারাবাংলাকে তিনি বলেন, ‘এটা ভালো সিদ্ধান্ত বলেই বিবেচনা করছি। যেহেতু তৃতীয় শ্রেণি পর্যন্ত বাচ্চারা খেলাধুলা করবে, হাসবে, গাইবে, তাই তাদের জন্য পরীক্ষা না রাখার সিদ্ধান্তটিই বেশ যুক্তিযুক্ত হয়েছে। আমরা সবসময় শিশুদের চাপ প্রয়োগের বিপক্ষে। শিশুদের মননে পরীক্ষা ভীতি যেন না আসে, সেদিকে খেয়াল রাখতে বলি। তবে ক্লাস চলাকালীন তাদের মূল্যায়ন হবে। ক্লাসের কাজ, প্রশ্ন-উত্তর এসবের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হবে। শিক্ষকরা শিশুদের এগিয়ে নেওয়ার চেষ্টা করবে শিক্ষকরা।’

বিজ্ঞাপন

এদিকে শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি সারাবাংলাকে বলেন, ‘পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বন্ধ করে দেওয়া উচিত। না হলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না দিয়ে পঞ্চম শ্রেণিতে পাবলিক পরীক্ষার চাপ নেওয়া শিশুদের জন্য বড় সমস্যার কারণ হবে। আমার মনে হয়, প্রাথমিক শিক্ষার নীতিনির্ধারকদের এই বিষয়টি নিয়ে ভাবা উচিত। সে ক্ষেত্রে ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা আমাদের জন্য অনুকরণীয় হতে পারে।’

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বন্ধের পক্ষে শিক্ষকদের মতো অনেক অভিভাবকও মত দিয়েছেন। তবে বেশ কয়েকজন অভিভাবক এই সিদ্ধান্তের বিপরীতে কিছুটা ক্ষোভও জানিয়েছেন। ভিকারুননেসা নূন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রায়সা নূর। তার পিতা নূর আহমেদ বলেন, ‘পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্তটি মোটেও যৌক্তিক হয়নি। বর্তমান পৃথিবী প্রতিযোগিতার। ফলে শিশুদেরও সেভাবেই তৈরি করা দরকার। না হলে একটু বড় হওয়ার পর তারা জীবনের দৌঁড়ে পিছিয়ে পড়বে। টিকতে পারবে না।’

খুব কাছাকছি মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাহমিনা হক। তিনি বলেন, ‘আমার মনে হয় পরীক্ষাটা রাখা যেতে পারত, তবে সেটা যেন কোমলমতি শিশুদের মানসিক কষ্টের কারণ না হয়। এটা যেন শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগের একটা মাধ্যম না হয়, এই বিষয়টা চিন্তায় রেখে পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা যেত। পরীক্ষা বন্ধ করে দেওয়াটা ভালো হয়েছে সেটা আমি বলব না।’

তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা বলেন, ‘এটা আনন্দের যে শেষ পর্যন্ত পরীক্ষা বন্ধের বিষয়টি সরকার বুঝতে পেরেছে। পরীক্ষা মানেই ভয়। শিশুদেরকে এই ভয়ের মুখে ফেলা যাবে না। তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে। বাইরের পৃথিবীতে টিকে থাকার মতো করে তৈরি করা হবে। এমনকি পিইসি পরীক্ষাও তুলে দিতে হবে। তাহলেই শিশুরা সঠিক শিক্ষার সঙ্গে পরিচিত হতে পারবে।’

উল্লেখ্য, ১৮৫৪ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় সীমিত পরিসরে প্রাথমিক শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু করে বৃটিশ সরকার (উডের ডেসপ্যাচ তত্ত্ব)। এরপর সময়ের সঙ্গে বাড়তে থাকে এর পরিসরও। ১৯৫১ সালে পল্লি বাংলার প্রাথমিক শিক্ষা আইনে সংশোধন আনা হয়। নির্বাচিত ইউনিয়নগুলোতে প্রায় ৫ হাজার বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় সে বছর। তখন পর্যন্ত প্রাথমিক শিক্ষার ব্যাপ্তি ছিলো চার বছর। ১৯৫২ সালে প্রাথমিক শিক্ষাকে পাঁচ বছর মেয়াদি করা হয়। তবে এই সময়ে প্রাথমিক শিক্ষায় কখনোই পরীক্ষা বন্ধ করা হয়নি।

সারাবাংলা/টিএস/এমআই

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল প্রাথমিক শিক্ষা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর