Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ের সময় মাথায় গাছ পড়ে শিশুর মৃত্যু


২৬ মার্চ ২০১৯ ২১:০৮

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছে ছমির উদ্দিন (১২) নামে শিশু। ঝড়ের সময় রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙ্গে ছমির উদ্দিনের মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ছমির উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মহর আলীর ছেলে এবং উপজেলার এ ব্লুম কিন্ডার গার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল সে।

স্থানীয়রা জানান, নিহত ছমির উদ্দিন মঙ্গলবার সকালে তার কয়েকজন বন্ধুসহ ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে ইসলামপুরে নিজ বাড়িতে ফিরছিল। পথে হঠাৎ ঝড় শুরু হলে রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙ্গে ছমিরের গায়ের ওপর পরে। স্থানীয়রা ছমিরকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এএসএম সায়েম জানান, গাছের ডাল ভেঙ্গে পড়ে শিশুটি মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

 

শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর