Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যাদের কাছ থেকে স্বাধীনতা এনেছিলাম, তাদের কাছেই বাংলাদেশ মডেল’


২৬ মার্চ ২০১৯ ১৭:৫১ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৮:০০

জাতীয় স্মৃতিসৌধ, সাভার থেকে: যে পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, তাদের কাছেই বাংলাদেশ এখন রোল মডেল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে একটি রোল মডেল। যাদের বিরুদ্ধে গণযুদ্ধ পরিচালনা করে বাঙালি ১৯৭১ সালে স্বাধীনতা এনেছিল, তারাই এখন বাংলাদেশকে মডেল হিসেবে অনুসরণ করে। তারা বলে, আমাদেরকে একটি বাংলাদেশ দাও। এটি একটি বড় উদাহরণ। শুধু তাই নয়, অনেক মানদণ্ডে, অনেক সূচকে বাংলাদেশের অবস্থান সবার জন্যেই ঈর্ষণীয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিদেশি বন্ধুরা যখন আমাদের কাছে আসে, তখন তারা কিন্তু দেশের এই উন্নতির কথা বলেন। একবছর আগে যিনি এসেছেন, তিনি হয়তো আজ আবার এসেছেন। তিনি বলেন, এই একবছরে তোমাদের যে উন্নয়ন দেখলাম, তা ঈর্ষণীয়।

তবে দেশের একদল মানুষ এখনও দেশের সব অর্জনকে ম্লান করতে চায় বলে মনে করেন ঢাবি উপাচার্য। তিনি বলেন, এখনও অনেক অপশক্তি আছে, যারা এসব অর্জন ম্লান করতে চায়। আর এটা করতে তাদের হাতিয়ার হলো অপতথ্য, অপপ্রচার। আমরা যদি অপতথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকি, তবে জাতি ক্রমান্বয়ে অনুপ্রাণিত হবে এবং উন্নয়নের ধারা ক্রমে বেগবান হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সেটিই হবে আমাদের মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, উদারনৈতিক, মানবিক চেতনা বিকাশের সর্বোত্তম উপায়।

মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণ করে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি। একইসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করি ৩০ লাখ শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি পেয়েছি। ২ লাখ মা-বোন, যারা পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। আজ আমরা অনেকেই অনেক অবস্থানে আছি, অনেক অর্জন এই জাতির। এই অর্জনের পেছনে যাদের অবদান, সেই বীর মুক্তিযোদ্ধা, শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো একটি চেতনা ও একটি মূল্যবোধ। এই চেতনা ও মূল্যবোধ আমাদের নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত হবে— সেটিই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআই/টিআর

ড. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাবি উপাচার্য স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর