২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা ওয়াশিংটন ডিসি মেয়রের
২৬ মার্চ ২০১৯ ১৮:০২ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৮:০৭
ঢাকা: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এই ঘোষণা দেন। ঘোষণাপত্রে শহরের স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
ঘোষণাপত্রে মেয়র লিখেছেন, এই দিনে বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা স্মরণ করেন যারা তাদের দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে আজকের এই দিনে বাংলাদেশের সকল জনগণকে অভিনন্দন জানাই এবং ২৬ মার্চ, ২০১৯ কে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা করছি।
সারাবাংলা/এসবি