Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে: কামাল হোসেন


২৬ মার্চ ২০১৯ ১২:৫৫ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১২:৫৬

সাভার: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘ষোলোআনা মুক্তি পেতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও শাসনব্যবস্থা কার্যকর ও বাস্তবে রূপ দিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। যারা জনগণকে অধিকার বঞ্চিত করছে তারাই সংবিধানবিরোধী কাজ করছে।’

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন কামাল হোসেন।

বিজ্ঞাপন

কামাল হোসেন বলেন, ‘সংবিধানে স্বাধীনতার লক্ষ্য সম্পর্কে বলা আছে, জনগণ সব ক্ষমতার মালিক। এ মালিকানা থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে তবে তারা সংবিধানবিরোধী কাজ করছে, স্বাধীনতাবিরোধী কাজ করছে। কেউ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু সব সময় বলতেন, ‘ঐক্য ধরে রাখতে হবে। তার অসাধারণ নেতৃত্বেই জাতি একতা ধরে রাখতে পেরেছিল।’

কামাল হোসেন বলেন, ‘একনায়কতন্ত্র যেন না আসে সেটাই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিশ্চিত করতে হবে। জনগণের ঐক্য হলো সব শক্তির ভিত। সে শক্তি থেকে যারা আমাদের বঞ্চিত করতে চায়, তারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।’

সারাবাংলা/এমআই

ড. কামাল হোসেন স্মৃতিেৌধ