Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু


২৬ মার্চ ২০১৯ ১২:১৫ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১২:২৩

ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরীর নির্মাণাধীন মনোয়ারা হাসপাতালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে আনিসুর রহমান (৩৪) ও নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আবুল বাশার (৫২)। তারা দুজনই রামপুরা পূর্ব উলনে থাকতেন।

বিজ্ঞাপন

হাসপাতালে তাদের নিয়ে আসা অপর শ্রমিক আরিফুর রহমান জানান, সোমবার রাতে সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালে কাজ করছিলেন আনিসুর ও আবুল বাশার। রাত ৩টার দিকে ভেকু মেশিনটি বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আনিসুর ও বাশার আহত হন। পরে তাদের মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সকালে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

ঢামেক নির্মাণ শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর