Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মৃতিসৌধে জাতীয় পার্টির শ্রদ্ধা


২৬ মার্চ ২০১৯ ১২:০৫

ফাইল ছবি

শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি সম্মান জানিয়েছে জাতীয় পার্টি। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি এবং বিরোধী দলীয় চিফ হুইপ ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

এছাড়া বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির পক্ষ থেকেও স্মৃতির বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরি এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপিকা রওশন আরা মান্নান এমপি, নাজমা আক্তার এমপি।

এছাড়া পনির উদ্দিন আহমেদ এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

আজ ২৬ মার্চ সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টির কাকরাইল অফিসে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নেবেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

সারাবাংলা/এমআই

রওশন এরশাদ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর