Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে’


২৬ মার্চ ২০১৯ ১০:২৬

নারায়ণগঞ্জ: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর জীবন-দর্শন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নাগরিক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।

স্বাধীনতা ‌দিবস উপল‌ক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো হাটিপাড়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর দেশের মুখ উজ্জ্বল করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী ‌শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মত্যাগের কথা, তাঁর আদর্শের কথা, তার আপসহীন সংগ্রামের কথা এবং তার দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।’

হাছিনা গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল দর্শন ছিল মানুষের প্রতি ভালোবাসা। মানুষকে ভালোবেসে তিনি একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেন এবং স্বাধীনতা এনে দেন।’

রক্তের বিনিময় অর্জিত সার্বভৌমত্ব বিনষ্ট হতে দেওয়া যাবে না উল্লেখ করে হাসিনা গাজী বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা স্বাধীনতার বিরোধিতা করছে, তারাই দেশে জঙ্গিবাদ ও মাদক ছড়াচ্ছে। একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় বাংলাদেশে জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠার সুযোগ পেয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, নজরুল ইসলাম ম‌ফিজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে তারাবো পৌরসভা কার্যালয়ে মিলাদ মাহ‌ফিলে যোগ দেন মেয়র হাসিনা গাজী। অনুষ্ঠ‌ানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মু‌ক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বি‌শেষ মোনাজাত করা হয়।

সারাবাংলা/এমএইচ

২৬ মার্চ তারাবো মেয়র হাছিনা গাজী স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর