Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল


২৬ মার্চ ২০১৯ ০৬:৫৬ | আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৭:০৩

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। ২৬ মার্চ সারাদিন তাদের হোমপেজে এই ডুডল দেখা যাবে।

ডুডলটিতে দেখা যায়, তিন জন মাঝি তিনটি নৌকা বাইছে। এর মধ্যে দু’টি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে কেবল একজন মাঝিকে দেখা যায়।

উল্লেখ্য, বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, একেই বলা হয় ডুডল।

মঙ্গলবার যারা যারা গুগলের হোমপেজে যাচ্ছেন, তারা সার্চ বারটির ওপরে ওই মাঝিসহ তিনটি নৌকা দেখতে পাচ্ছেন। এর নিচে চাকার লাল-সবুজ ঘরে সাদা অক্ষরে লেখা গুগল। ডুডলটিতে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে তা গুগল ব্যবহারকারীকে অন্য একটি পেজে নিয়ে যাবে। পেজটির শুরুতেই থাকবে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে উইকিপিডিয়ার একটি লিংক।

সারাবাংলা/আরএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর