Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকায় ভোট দিলে উন্নয়নে পাল্টে যাবে এলাকা: হা‌ছিনা গাজী


২৫ মার্চ ২০১৯ ২১:৩৬

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান ভূঁইয়াকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী। তিনি বলেছেন, নৌকায় ভোট দিলে উন্নয়নে পাল্টে যাবে এলাকা।

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৫ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও মত‌বি‌নিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছিনা গাজী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সবার জন্য শিক্ষা নিশ্চিতে বাংলাদেশ এখন রোলমডেল: হা‌ছিনা গাজী

হা‌ছিনা গাজী বলেন, ‘রূপগ‌ঞ্জের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের দিক দিয়ে আর অবহেলিত থাকবে না। এ উপজেলার উন্নয়নে সকল ধরণের উদ্যোগ নেওয়া হবে। এজন্য আগামী ৩১ মার্চ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনারা যদি বিপুল ভোটে নৌকাকে জয়ী করতে পারেন তাহলে ভবিষ্যতে উন্নয়‌নের ধারা অব্যাহত থাক‌বে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপ‌জেলা প‌রিষ‌দের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ‌রিয়ার পান্না সো‌হেল, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি আ‌মির হো‌সেন, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য বিউ‌টি আক্তার কু‌ট্টি, কায়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, আওয়ামীলীগ নেতা ম‌তিউর রহমান আকন্দ, উপ‌জেলা য‌ুবলী‌গের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, উপ‌জেলা যুবম‌হিলালীগের সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতা প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

মেয়র হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর