ময়মনসিংহের প্রথম সিটি নির্বাচন ৫ মে
২৫ মার্চ ২০১৯ ১৮:২৪ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৮:৪৩
ঢাকা: ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের (মসিক) তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ৪৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের সিদ্ধান্তের কথা বলেন।
ইসি সচিব আরো জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাচাই ১০ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল এবং ভোট গ্রহণ আগামী ৫ মে ।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি করপোরেশন দেশের ১২ তম সিটি করপোরেশন। ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পূর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ময়মনসিংহ সিটি করপোরেশন অনুমোদন দেওয়া হয়। পরে ২০১৮ সালের ১৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। ৩৩ টি সাধারণ ও ৯ সংরক্ষিত ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়েছে। এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১ বর্গমিটার।
সারাবাংলা/জিএস/এসএমএন