এইচএসসি চলাকালে সব ধরনের কোচিং বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
২৫ মার্চ ২০১৯ ১৬:৫৬ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৯:২৩
ঢাকা: আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। যেহেতু আমরা বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছি না, তাই এগুলোকে বন্ধ রাখা হবে।
সোমবার (২৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এসময় ডা. দীপু মনি আরও বলেন, বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আমাদের দেশে আছে। আবার একই জায়গায় বিভিন্ন ধরনের কোচিং থাকে। তাই দেখা যায়, নির্দিষ্ট কোনো ধরনের কোচিং বন্ধ রাখলে নিষেধাজ্ঞা থাকা কোচিংগুলোও কৌশলে চালু রাখে মালিকরা। এমন ঘটনা এর আগেও আমরা দেখেছি। তাই এইচএসসি পরীক্ষা চলাকালে আমরা সব ধরনের কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এ বছর এসএসসি পরীক্ষা চলাকালেও সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। এ বছর ২ ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি পরীক্ষা। এ উপলক্ষে ২৭ জানুয়ারি থেকেই বন্ধ রাখা হয় কোচিং সেন্টার। গত বছরও এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। যদিও এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তেমন অভিযোগ না পাওয়া গেলেও গত বছর এসএসসি বা এইচএসসি— কোনো পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যায়নি।
উল্লেখ্য, এ বছর ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় অংশ। এরপর ১২ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
সারাবাংলা/এইচএ/টিআর
এইচএসসি ও সমমান পরীক্ষা এইচএসসি পরীক্ষা কোচিং সেন্টার শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি