Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু


২৫ মার্চ ২০১৯ ১৩:০৪ | আপডেট: ২৫ মার্চ ২০১৯ ১৩:১০

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় বেপরোয়া গতির তেতুলিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় নুরুল ইসলাম শান্ত নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির এই ঘটনা নিশ্চিত করেছেন।

সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে মিরপুরের শেওড়াপাড়া এলাকার প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় শান্তকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি দাদন ফকির বলেন, এ ঘটনায় উত্তেজিত জনতা বাসচালক সাইফুল ইসলাম (২৭) আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত শান্তর বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। এঘটনায় বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সড়কে মেট্টোরেলের কাজ চলায় অনওয়ে হয়ে মোটরসাইকেলটি যাচ্ছিল। এসময় বেপরোয়া গতির তেতুলিয়া পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় গুরুত্বর আহত হয় মোটর সাইকেলের চালক শান্ত। পরে তাকে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে।

সারাবাংলা/এসএইচ/ এনএইচ

মৃত্যু মোটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর