Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কামরাঙ্গীর চরে মৃতদেহ উদ্ধার


২৫ মার্চ ২০১৯ ১২:৩৮

সংগৃহীত ও প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গী চর চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে কাওসার আলী (২২) নামে এক রিকশা চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, কামরাঙ্গীর চর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি বাড়িতে থাকতো কাওসার ও তার বন্ধু রনি। নিহত কাওসার পেশায় রিকশা চালক ছিল।

কাওসারের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায়। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রনি। ধারণা করা হচ্ছে রনি কাওসারকে গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা পর পালিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান, ওসি শাহিন ফকির।

সারাবাংলা/এসএসআর/এমআই

কামরাঙ্গীর চর

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর