Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াইহাজারে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক


২৪ মার্চ ২০১৯ ২০:২১ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ২০:৫১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রূপা রাণী দাস নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী সজীব দাসকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার কলাগাছিয়া ঋষিপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। রূপা রাণী নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার গোবিন্দ দাসের মেয়ে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বছর তিনেক আগে সজীবের সঙ্গে রূপার পরিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। শনিবার (২৩ মার্চ) রাতেও দু’জনের মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, ঝগড়ার একপর্যায়ে রাতেই কোনো একসময় তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সকালে ওই ঘরে তার লাশ পড়ে থাকতে দেখলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।

সারাবাংলা/টিআর

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর