ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
২৪ মার্চ ২০১৯ ১৯:১০ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ২১:১৮
ঢাকা: বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্য হয়েছে। এই ঐক্য দিয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হবে। তবে ষড়যন্ত্র চলছে আমাদের ঐক্য ভাঙার।’
রোববার (২৪ মার্চ) বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলে। রাজধানীর ডিপ্লোমা ইনজিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।
বিজয় সুনিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে আমাদের খুব কঠিন সময় যাচ্ছে। এই সময় আমাদের ধৈর্য ও সাহস নিয়ে কাজ করতে হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আজ দেশের গণতন্ত্র অবরুদ্ধ, কারারুদ্ধ। গণতন্ত্রের মাতা খালেদা জিয়া এখন কারারুদ্ধ। বিএনপির লাখো লাখো কর্মীরা আজ ঘরে ফিরতে পারছে না। পুলিশের নির্যাতন আর হয়রানি চলছে তাদের ওপর। বাংদেশে গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পদদলিত হচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার লক্ষে খালেদা জিয়ার নির্দেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। জনগণকে ঐক্যবদ্ধ করা ছাড়া এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব না। খালেদা জিয়া এই ঐক্য ধরে রাখার জন্য নির্দেশ দিয়েছেন।’
বিএনপি কেনো নির্বাচনে গেলো। এই ধরণের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেগম জিয়া কারাগারে। এখন কারা রাজপথে নেমেছে। কারা নির্যাতনের শিকার হয়েছে সবই আমাদের জানা আছে। আমাদের লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করা। আজ অনেকে দালালি, ষড়যন্ত্র করছে ঐক্যফ্রন্টকে ভেঙে ফেলার।’
অনুষ্ঠানে জেএসডি নেতা আ স ম আব্দুর রব বলেন, ‘সংসদে আজ বিরোধীদল নেই। নির্লজ্জ বেহায়া সরকার দেশ পরিচালনা করছে। সংসদে দাঁড়িয়ে অসত্য কথা বলছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে। সবকিছু ব্যক্তিকরণ করা হচ্ছে। আওয়ামী লীগ এখন চোর আর ডাকাতে পরিণত হয়েছে। মেগা প্রকল্পের নামে জনগণকে প্রতারণা করা হচ্ছে। ৫০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একশ বছরেও তা শোধ করা সম্ভব হবে না।’ এ ছাড়া তিনি বলেন, ‘হিটলার, নমরুদ কেউ সারাজীবন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনারাও পারবেন না। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে যেভাবে মুক্ত করা হয়েছে খালেদা জিয়াকেও তেমনি মুক্ত করা হবে। আপনারা শক্তি সঞ্চয় করবেন।’
বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠেই আপনি বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালি দিতেন। তার কারণে আজ এই অবস্থা। সুস্থ হয়ে আর গালাগালি করবেন না।’ এছাড়া তিনি বলেন, ‘আজ বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণে খালেদা জিয়া এখন জেলে। এদেশে গণতন্ত্রের মৃত্যু হতে পারে না, গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।’
কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক মন্ত্রী টি এম গিয়াসউদ্দীন আহমদের সভপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া সম্রাট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ও সাংবাদিক মাহফুজউল্যাহসহ অনেকে।
সারাবাংলা/এএইচএইচ/এমআই