যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লায় চিকিৎসাসেবা
২৪ মার্চ ২০১৯ ১৭:১৮ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৭:২৩
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও উদ্যোগে কুমিল্লায় বিনামূল্যে চোখ, দাঁত, গাইনী ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া বিতরণ করা হয়েছে ওষুধ সামগ্রী। সম্প্রতি স্থানীয় ওয়াজউদ্দিন ফাউন্ডেশন ট্রাস্ট ইসলামিয়া মাদ্রাসা ও হেফজখানা, কুমিল্লার দাউদকান্দিতে চিকিৎসা ক্যাম্পে এসব সেবা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদ এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।
এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চিকিৎসা ক্যাম্পে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া, ৩২০জন চোখের রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।
সারাবাংলা/এনএইচ