শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ চীনা নাগরিক আটক
২৪ মার্চ ২০১৯ ১২:২৩ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৪:০৩
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ এক চীনা নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
রোববার (২৪ মার্চ) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার অথেলো চৌধুরী।
তিনি জানান, চীনা নাগরিক রুয়ান জিনফেং কে পাঁচ কেজি ৫৬০ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়। তার কাছে ৪৮ পিস স্বণর্বার পাওয়া গেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা। ওই যাত্রী সকালে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লিইটে শাহজালাল বিমান বন্দরে আসেন।
অথেলো চৌধুরী আরও জানান, আটক চীনা নাগরিকের বিরুদ্ধে কাস্টমস আইন ১৯৬৯ অনুযায়ী এবং ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসজে/এমএইচ
আরও পড়ুন
শাহজালালের ময়লার ঝুড়ি থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার
শাহজালালে ৫০ লাখ টাকার স্বর্ণসহ আটক এক