পেকুয়ার ভোটকেন্দ্রে গুলি, আতঙ্কে ভোটাররা
২৪ মার্চ ২০১৯ ১২:৩২ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১২:৩৫
কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধরা হলেন- আবুল হোছেন, ছাদেক, বদি, রমিজ। তারা মগনামা এলাকার বাসিন্দা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবেশ এখন শান্ত রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নৌকার প্রার্থী আবুল কাশেমের পক্ষে স্থানীয় চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম লোকজন নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের লোকজন বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। গোলাগুলি শুরু হলে, উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকালে একটু সমস্যা হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট চলছে
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘কেন্দ্রের বাইরে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন ওই কেন্দ্রে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এ ছাড়াও জেলার অন্যান্য কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
পেকুয়া উপজেলার ৪০টি কেন্দ্রে ২৫০টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৬ হাজার ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে একজন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আটজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪৮০ জন আনসার ও ১৬৭ জন পুলিশ, পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।
সারাবাংলা/এমএইচ