আইএস সম্পূর্ণ পরাজিত, মার্কিনপন্থীদের ঘোষণা
২৩ মার্চ ২০১৯ ১৩:১৬ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৩:১৯
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ আস্তানাটিও দখল করার ঘোষণা দিয়েছে মার্কিনপন্থী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। সিরিয়ায় আইএসের খাঁটি দখল করে তারা ঘোষণা দেয়, আইএসের খেলাফতের শতভাগ পরাজয় হয়েছে।
শনিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা নিশ্চিত করা হয়।
সিরিয়া ও ইরাকে একসময় আইএস জঙ্গিরা ৩৪ হাজার বর্গ মাইল এলাকা দখল করলেও ধীরে ধীরে এটি তার শক্তি ও দখলকৃত অঞ্চল হারাতে থাকে। চলতি বছর মার্চের শুরুতে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ আইএস জঙ্গিদের ওপর চূড়ান্ত হামলা চালায়।
সিরিয়ার পূর্বাঞ্চলের বাগোজ গ্রামে আইএস চরমপন্থীরা সবশেষ আশ্রয় নিয়েছিল। সেখানে বেসামরিক লোকের বসতি থাকায় হামলায় গতি কমিয়ে দেয় এসডিএফ। এবার আইএসকে পরাজিত করার কথা জানিয়ে এসডিএফের এক মুখপাত্র বলেন, আইএস-এর কাছ থেকে শতভাগ অঞ্চল উদ্ধার করা হয়েছে।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি লড়ছে রাশিয়াপন্থী আসাদ সরকারের নিরাপত্তারক্ষীরা।
সারাবাংলা/এনএইচ