নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে আল নূর মসজিদ
২৩ মার্চ ২০১৯ ১২:৫৫ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৪:৩৬
ভয়াবহ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর মুসল্লিদের প্রার্থনার জন্য আবারও খুলে দেওয়া হয়েছে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ। এই কয়দিনে বন্দুকধারীর গুলিতে ক্ষতিগ্রস্ত দেওয়ালের মেরামত করা হয়। ধুয়ে মুছে পরিষ্কার করা হয় মেঝে, লাগানো হয় নতুন রং। মসজিদের অভ্যন্তরে পুলিশি অনুসন্ধানেরও ইতি টানা হয়েছে। খবর বিবিসির।
শনিবার (২২ মার্চ) অনেকেই মসজিদ প্রাঙ্গণে আসেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, সেখানে লেখা ছিল শোক বাণী। মসজিদের একজন তত্ত্বাবধায়ক জানান, প্রথমদিকে ১৫ জন করে মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
নামাজ পড়তে আসা ম্যানিয়া বাটলার (১৬) বলেন, ঘৃণা আর অন্ধকার ভর করেছে আমাদের ওপর। শহরের আঁধার দূর করতে ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী পথ।
সন্ত্রাসী হামলায় তিন বছরের ছেলেকে হারানো এডেন দিরিয়ে বলেন, আমি ফিরে এসেছি প্রার্থনা করতে।
শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও অস্ট্রেলীয় ব্রেন্টন ট্যারেন্ট (২৮) গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে বন্দুক হামলা চালিয়ে হত্যা করে ৫০ জনকে। নিহতরা বেশিরভাগই আল নূর মসজিদে জুমা’র নামাজ আদায় করতে এসেছিলেন। গ্রেফতার হওয়া ট্যারেন্টকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড দিয়েছেন আদালত।
সারাবাংলা/এনএইচ