Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্মিংহামে মসজিদ ভাঙচুরের ঘটনায় আটক ২


২৩ মার্চ ২০১৯ ১২:১৫

যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে পাঁচটি মসজিদে হাতুড়ি দিয়ে ভাঙচুর চালানোর ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা স্থানীয় পেরি বার এবং ইয়ার্ডলির বাসিন্দা। তবে আটকদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

মসজিদে হামলা, যুক্তরাজ্য, বার্মিংহাম

গত ২১ মার্চ যে পাঁচটি মসজিদে হামলা চালানো হয়েছিল সেগুলো হলো, উইটন ইসলামিক সেন্টার, ব্রার্চফিল্ড রোডের জামে মসজিদ, স্লেড রোডর গুলহার শেরিফ মসজিদ, ব্রডওয়ের মসজিদ ফয়জুল ইসলাম, আলবার্টা রোডের মুসলিম কমিউনিটি সেন্টার।

মিডল্যান্ডের আইনপ্রয়োগকারী সংস্থা জানিয়েছে, এসব ঘটনায় স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো তদারকি বাড়িয়েছে। এছাড়া. মসজিদে মসজিদে দেওয়া হয়েছে নিরাপত্তা সরঞ্জাম।

এর আগে বার্মিংহাম কাউন্সিল অব মসজিদ এক বিবৃতিতে জানায়, গভীর রাতে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুরের এই ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।

স্থানীয় মুসলিম কমিউনিটি তাদের নিরাপত্তা বাড়ানোরও দাবি জানিয়েছিল।

সারাবাংলা/এনএইচ

বার্মিংহাম মসজিদে হামলা যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর