Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পত্তির বিরোধে কুপিয়ে খুন, আটক ২


২৩ মার্চ ২০১৯ ১১:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আব্দুল মোনাফ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তথ্য পেয়েছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলপর বরুমছড়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

৬০ বছর বয়সী আব্দুল মোনাফ বরুমছড়া গ্রামের এম এ মতিন বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে।

বিজ্ঞাপন

ওসি দুলাল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘সম্পত্তি নিয়ে ভাই-ভাতিজাদের সঙ্গে আব্দুল মোনাফের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝগড়া-মারামারি হয়েছে। শুক্রবার রাতে বাড়ির সামনে রাস্তায় একা পেয়ে ভাতিজাসহ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।’

ঘটনার খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, দু’জনের একজন মৃত মোনাফের জামাতার আপন ভাই। মোনাফের ভাতিজাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। আরকজন এলাকার বাসিন্দা।

ওসি জানান, মোনাফের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করে মামলা করার কথা মোনাফের পরিবার পুলিশকে জানিয়েছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

খুন চট্টগ্রাম সম্পত্তি বিরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর