পর্যটন বাসে আগুন লেগে চীনে অন্তত ২৬ জনের মৃত্যু, দগ্ধ ২৮
২৩ মার্চ ২০১৯ ১০:৫৬ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১১:০৪
চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশে একটি পর্যটন বাসে আগুন লেগে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া, স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিদগ্ধ আরও ২৮ জনকে। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।
শুক্রবার (২২ মার্চ) হংশু অঞ্চলে হঠাৎ বিস্ফোরিত হয় বাসটি। বাসটিতে দুজন চালক ও একজন ট্যুর গাইডসহ ৫৬ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দুই চালককে আটক করেছে পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসটির পেছনে হঠাৎ আগুন ধরে যায়। সবাই লাফিয়ে নামারও সময় পাননি।
সারাবাংলা/এনএইচ