Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছুক্ষণের মধ্যেই দায়িত্ব নিচ্ছেন ডাকসু নেতারা


২৩ মার্চ ২০১৯ ১১:০০ | আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১১:৫৭

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিত সব প্রতিনিধি আজ বেলা ১১টায় একটি সভার মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিবেন। এর মধ্যে ১৮ জন হল প্রতিনিধি স্ব স্ব হল প্রভোস্টের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দায়িত্ব নিবেন। বাকি ২৫ ডাকসু নেতার দায়িত্বগ্রহণ অনুষ্ঠান হবে সিনটে ভবনে। সেখানে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান সভাপতিত্ব করবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: শনিবার ডাকসুর দায়িত্ব নিচ্ছেন নুর-রাব্বানী

কিন্তু নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়িত্ব নিচ্ছেন না  বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ থেকে সদস্য পদে নির্বাচিত লামিয়া তানজিন তানহা। সারাবাংলাকে তানহা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন দুপুরে নানা অনিয়মের অভিযোগ তুলে অন্য চারটি প্যানেলের সঙ্গে নির্বাচন বর্জন করে কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর প্যানেল। তবে ফল ঘোষণার পর জানা যায় এই প্যানেল থেকেই ভিপি পদে জয় পেয়েছেন নুর।

এর আগে গত ১৬ মার্চ ডাকসুর ২৫জন নেতা ও ১৮টি হল সংসদের সকল নির্বাচিত প্রতিনিধি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলেও একই কারণে তিনি দায়িত্ব নিবেন না।

দায়িত্ব গ্রহণ কেন করবেন না এমন বিষয়ে সারাবাংলাকে লামিয়া তানজিন তানহা বলেন, ‘আমি নির্বাচন বর্জন করেছি। পুরো ক্যাম্পাসের একজন ছাত্রের ভোটাধিকারও যদি হরণ করা হয় সে নির্বাচন গ্রহণ আমার আদর্শের মধ্যে পড়ে না। আমি ক্যাম্পাসের সবার অধিকার রক্ষার্থে কাজ করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘সবার অধিকার রক্ষার্থে সোচ্চার ছিলাম। এখন আমি নির্বাচিত হয়েছি আমার হলে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে, কিন্তু সামগ্রিকভাবে এটা হয়নি। এই দিক বিবেচনা করে আমি নির্বাচন বর্জন করেছি এবং গণভবনে যায়নি এবং দায়িত্ব নিব না। এটা প্রতিবাদে একটা অংশ।’

সারাবাংলা/কেকে/জেডএফ

ডাকসু দায়িত্ব নেবেন ডাকসু নেতারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর