Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালের ময়লার ঝুড়ি থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার


২৩ মার্চ ২০১৯ ০৭:২৩

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আট কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শনিবার (২৩ মার্চ) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

এই কর্মকর্থা জানান, গত মধ্যরাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেটে ৪৮ টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি।

সহিদুল ইসলাম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতেই সেখানে যান অধিদফতরের কর্মকর্তারা। এরপর আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণবারগুলি দেখতে পান তারা। পরে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে স্কচটেপ খুলে প্যাকেটের ভেতর ৪৮ টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার করা এই স্বর্ণবারের দাম আনুমানিক ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা বলেও জানান তিনি।

সারাবাংলা/এসজে/এসএমএন

 

স্বর্ণের বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর