Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরারের পরিবারকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা


২৩ মার্চ ২০১৯ ০০:৩২

ঢাকা: রাজধানীতে যাত্রীবাহী বাসের চাপায় নিহত আবরারের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২ মার্চ) রাত সোয়া আটটার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান আবরারের মা ফরিদা ফাতেমী, বাবা অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী ও ছোটভাই।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন বার্তা সংস্থা বাসসকে জানান, এসময় প্রধানমন্ত্রী আবরারের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এই ঘটনায় দু:খ প্রকাশ  করে আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন তিনি।

বিজ্ঞাপন

আবরারের পরিবারের সদস্যরা গণভবনে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন বলেও জানান সাখাওয়াত মুন।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার মঙ্গলবার (১৯ মার্চ) সকালে কলেজে যাওয়ার পথে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/এসবি/এসএমএন

আবরার প্রধানমন্ত্রী বাসের ধাক্কায় বিইউপি শিক্ষার্থীর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর