দল চাঙ্গা করতে বিএনপি থেকে নেতা টানবে জাপা
২২ মার্চ ২০১৯ ২১:৫০ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ২২:২৮
ঢাকা: সাংগঠনিক শক্তি প্রায় তলানিতে ঠেকা জাতীয় পার্টিকে (জাপা) চাঙ্গা করতে নতুন উদ্যোগ নিচ্ছে দলটি। এরই অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের দলের টানার চেষ্টা চলছে। পাশাপাশি বিভিন্ন কারণে কোণঠাসা বা বেকায়দায় থাকা দলটির নেতাকর্মীদেরও জাপায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবে জাপা। দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জানতে চাইলে দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, দীর্ঘদিন ধরে জাপার সাংগঠনিক অবস্থা ভালো যাচ্ছে না। জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন প্রায় তলানির কোটায়। এ কারণে জাপাকে চাঙ্গা করতে বিএনপির যেসব নেতা বিভিন্ন মামলায় বিপর্যস্ত হয়ে পড়েছেন, তাদের দলে টানার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দলটির অন্য একজন নেতা জানান, বিএনপির নেতাকর্মীদের চাপে রাখতে সরকারের সঙ্গে জাপার আঁতাত চলছে। এই কৌশল হিসেবে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মামলা ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে চাপে রাখার পরামর্শ দেবে জাপা। আর এই চাপে থাকা নেতাকর্মীদের মামলা থেকে বাঁচানোর ব্যাপারে সহযোগিতা করবে জাপা।’
এই প্রসঙ্গে জানতে চাইলে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘আমরা বিএনপি থেকে নেতাদের দলে নেওয়ার চেষ্টায় আছি। এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।’
আরও পড়ুন: তলানিতে ঠেকেছে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি
জাপার মহাসচিব আরও বলেন, ‘রংপুর অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা জাপায় যোগ দিতে ইতোমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। ওই নেতাকর্মীরা জাপায় যোগ দিলেই আমরা কেন্দ্রীয়ভাবে একটি বর্ধিত সভা করবে। জাঁকজমকপূর্ণভাবে বর্ধিতসভা হবে। জাতীয় কাউন্সিল হবে।’ তিনি আরও বলেন, ‘এই বর্ধিত সভা ও জাতীয় কাউন্সিল এপ্রিলের শেষে অথবা মে’র মাঝামাঝি হতে পারে।’
রাঙ্গাঁ আরও বলেন, ‘দলকে গতিশীল করতে কার্যকরী সভাপতিসহ বেশকিছু পদ সৃষ্টি হচ্ছে। তবে, কার্যকরী সভাপতির পদটি শিগগিরই তৈরি হচ্ছে।’ এছাড়া মহাসচিব পদে রদবদল আসতে পারে বলেও তিনি জানান।
এক প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, ‘নিজের জন্মদিনের অনুষ্ঠানে প্রবীণ নেতাদের চেয়ে তরুণদের উপস্থিতি বেশি দেখেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। এ কারণে তিনি তরুণ নেতৃত্বের প্রতি ঝুঁকছেন। এছাড়া এরশাদের ধারণা, তার অনুপস্থিতিতে দলের হাল ধরার জন্য জিএম কাদের সফল নাও হতে পারেন। এজন্য দলে কার্যকরী সভাপতি পদ সৃষ্টি করবেন তিনি।’
উল্লেখ্য, সম্প্রতি এরশাদ তার বাসভবনে বসে রংপুরসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এ সময় তিনি জাপাকে সুসংগঠিত করার জন্য তাদের আহ্বান জানান।
সারাবাংলা/এএইচএইচ/এমএনএইচ