Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিড়ালছানা হত্যা মামলায় তরুণীর জামিন


২২ মার্চ ২০১৯ ২৩:২৪

ঢাকা: রাজধানীর মুগদা থানায় বিড়ালছানা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ইসরাত জাহান ওরফে মেহজাবিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের হাকিম ধীমান চন্দ্র মণ্ডল পাঁচ হাজার টাকা মুচলেকায় এই জামিনের আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ অভিযুক্তকে আদালতে হাজির করেন। এই সময় তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৭ মার্চ রাত ১০ টার দিকে একটি জীবন্ত বিড়াল ছানাকে হত্যার ভিডিও ধারণ করেন অভিযুক্ত ইশরাত জাহান মেহজাবিন। এরপরে হত্যার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন ১৯ মার্চ রাত ৯টার দিকে। একটি প্রাণীকে এভাবে হত্যার নিন্দা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ভিডিওটি ফেসবুকে দেখতে পান ‘কেয়ার ফর পাওয়াস’ নামে একটি সংগঠনের সদস্যরা। বিড়ালছানাটি হত্যার অভিযোগে ২১ মার্চ মুগদা থানাতে মামলা দায়ের করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান। মামলাটি করা হয় ১৯২০ সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে।

অভিযুক্ত ইশরাত জাহান মেহজাবিন খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

সারাবাংলা/এআই/এসবি

আদালত জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর