Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই চিকিৎসক পেলেন সাহেরা-হাসান মেমোরিয়াল ট্রাস্ট সম্মাননা


২২ মার্চ ২০১৯ ১৭:০১ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৭:৩২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মানিকগঞ্জ: চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক এবং কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন উর রশিদকে আজীবন সম্মাননা প্রদান করেছে সাহেরা-হাসান মেমোরিয়াল ট্রাস্ট।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় চিকিৎসা সেবাপ্রদানকারী এই হাসপাতালের ২০ বছর পূর্তি ও মিডওয়াইফারি প্রথম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে তাদের হাতে সম্মানা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. রওশন আরা বেগম তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক অসুস্থ থাকায় তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করে তার মেয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফজিলাতুন নেসা মালিক এবং জামাতা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. খোন্দকার আব্দুল আউয়াল রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও কুদ্দুস জামান, সুপ্রীম কোর্টের রেজিস্টার জেনারেল জাকির হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু, দুর্নীতি দমন কমিশনের আইন বিভাগের মহাপরিচালক মো. মঈদুল ইসলাম, পরিচালক মো. ওয়াদুদ, মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমানসহ অনেকে।

আরও পড়ুন: মানিকগঞ্জের মানিকদের জন্য ভোট চাইলেন শেখ হাসিনা

উল্লেখ্য, দেশের খ্যাতনামা গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম এবং তার সকল ভাই-বোন তাদের গ্রামের বাড়িতে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে সাহেরা-হাসান হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। তাদের এই মানবকল্যাণে নিবেদিত রযেছে কিছু সাদা মনের চিকিৎসক।

বিজ্ঞাপন

সম্মাননা অনুষ্ঠানে এসে অনুভূতি ব্যক্ত করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং সম্মানাপ্রাপ্ত চিকিৎসকরা। তারা বলেন, সম্প্রতি হৃদ রোগ ও কিডনী রোগীর সংখ্যা বাড়ছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা সর্বত্র থাকা দরকার। সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতাল যে কাজটি করছে তা কৃতিত্বের দাবিদার।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

নির্বাচন করতে পারবেন না মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা

মানিকগঞ্জ সম্মাননা হাসপাতাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর