Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিক নিরাপত্তায় সেইফ সিটি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী


২২ মার্চ ২০১৯ ১৫:৩২ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৫:৩৫

ঢাকা: নাগরিক নিরাপত্তায় ‘সেইফ সিটি’ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘রাজধানীতে ট্রাফিক-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ নগরবাসীর নিরাপত্তায় নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইফ সিটি নামে একটি প্রকল্প হাতে নিয়েছে।’ শুক্রবার (২২ মার্চ) দুপুর ১টায় রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় বায়তুল হাসান (র.) জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেইফ সিটিতে ট্রাফিক কন্ট্রোল, ক্রিমিনাল কন্ট্রোল কন্ট্রোলসহ ব্যবস্থা থাকবে। এরমাধ্যমে শহরে যা কিছু ঘটুক, পুলিশ ক্যামেরার সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবে। বিষয়টি নিয়ে আমাদের কনসালটেন্টরা কাজ করছেন। আশা করি আমাদের এই টার্মের মধ্যে সেইফ সিটি প্রকল্পে চলে যেতে পারবো।’

বৃহস্পতিবার পুলিশ সদস্যরা ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই মিলে সহযোগিতা না করলে আমরা সফল হতে পারবো না। সড়কে শৃঙ্খলারক্ষায় চালকদের পাশাপাশি পথচারী, জনপ্রতিনিধিসহ সবাইকে সহযোগিতা করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যে মসজিদের দেশ হিসেবে পরিণত হয়েছে, সেটা আবার প্রমাণিত হয়েছে। আমাদের দেশের জনগণ যে যে ধর্ম করুক, সে সে ধর্ম সুন্দরভাবে, স্বাধীনভাবে পালন করছে। কেউ কোনো বাধা দিচ্ছে না। দেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। যে কারণে আমাদের দেশে তেমন কোনো হুমকি নেই।’

বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেসব দেশের নিয়ন্ত্রণকারী সংস্থার সদস্যদের আরও অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন।’ তবে এসব সমস্যা সামাধান সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

সারাবাংলা/এসএইচ/এমএনএইচ

সেইফ সিটি স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর