Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত ৬, পুলিশের গুলিতে চালকের মৃত্যু


২২ মার্চ ২০১৯ ১৪:১৫ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৪:১৭

হঠাৎ জনসমাগমে ঢুকে যায় গাড়ি। বেপরোয়া গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় অন্তত ৬ জনের। শুক্রবার (২২ মার্চ) চীনের হুবাই প্রদেশের জায়োং শহরে এই ঘটনা ঘটে। ইচ্ছাকৃতভাবে গাড়ি হামলা চালানো হয়েছে সন্দেহে চালকে গুলি করে হত্যা করেছে স্থানীয় পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে এই খবর নিশ্চিত করা হয়েছে।

চীনে এ ধরনের গাড়ি হামলার ঘটনা ঘটেছে বেশকিছু। গত সেপ্টেম্বরে হুনান প্রদেশের হেংডং শহরের জনাকীর্ণ স্থানে গাড়িতে পিষে হত্যা করা হয় ১১ জনকে। পুলিশ সে ঘটনায় চালককে আটক করলে সে জানায়, মারাত্মক ক্ষয়ক্ষতির জন্য সে হামলায় চালায়। গাড়িতে তার কাছে ছুরি ও রয়েছে। কোনো এক ‘প্রতিহিংসার’ বশবর্তী হয়ে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, নভেম্বরে গাড়ি তুলে দেওয়া হয় বাচ্চাদের ওপর চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশে। সে ঘটনায় মারা যায় ৫ জন। আহত হয় আরও উনিশ জন। সেই ঘটনায় আটক গাড়ি চালক জানায়, পারিবারিক সমস্যার কারণে সে আত্মহত্যা করতে চেয়েছে। এর আগে সিদ্ধান্ত নেয় যাকে খুশি তাকে হত্যা করার।

সারাবাংলা/এনএইচ

গাড়ি হামলা চীন

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর