Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবারের খোঁজে লোকালয়ে মুখপোড়া হনুমান


২২ মার্চ ২০১৯ ১৩:০১

খাবারের সন্ধানে এ গাছ থেকে ও গাছে ঘুরে বেড়াচ্ছে একদল মুখপোড়া হনুমান। মানুষের কাছে আসছে, খাবার দিলে নির্ভয়ে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য প্রায়ই চোঁখে পড়ে সিলেটের মালিনীছড়া চা-বাগান ও হিলুয়াছড়া রাবার বাগান এলাকায়।

কালো মুখ, কালো হাত-পা, লম্বা লেজের হনুমানটি বেশ শান্ত প্রকৃতির। স্বানীয়রা জানান, গাছে গাছে ছুটে বেড়ানো হনুমানটি সুযোগ পেলেই নিচে নেমে আসে, খাবার দিলে নিয়ে আবারও গাছে চড়ে যায়। এলাকার বিভিন্ন ফলের গাছ থেকে ফল ও সবজি বাগান থেকে সবজি খায় হনুমানগুলো।

বাংলাদেশে মুখপোড়া, চশমাপরা ও যশোরের হনুমান নামে তিন প্রজাতির হনুমান রয়েছে। এর মধ্যে মধুপুর গড়, বৃহত্তর সিলেট অঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় মুখপোড়া হনুমান। তবে চশমাপরা হনুমানগুলো শুধু সিলেট ও চট্টগ্রাম অঞ্চলেই দেখতে পাওয়া যায়। এছাড়া যশোরের হনুমান শুধু যশোরেই দেখা যায়।

সিলেট সদরের হিলুয়াছড়া চা-বাগান থেকে ছবিগুলো তুলেছেন মামুন হোসেন।

হনুমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর