Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআরইউ’র সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই


২২ মার্চ ২০১৯ ১২:৩৪

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান প্রতিবেদক আনোয়ারুল হক আর নেই (ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২২ মার্চ) ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬২) বছর।

আনোয়ারুল হক দিল্লি হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

শুক্রবার বেলা ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্ত্বরে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সারাবাংলা/এমএইচ

ডিআরইউ সাংবাদিক সাবেক সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর