বরিশালে প্রাইভেটকারের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
২২ মার্চ ২০১৯ ১০:৩৩ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১০:৩৪
বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার মেজর এম জলিল সেতুতে প্রাইভেটকারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৃতের নাম দীপ কর্মকার। সে উজিরপুর পৌর এলাকার গোপাল কর্মকারের ছেলে এবং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ালেখা করতো।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রাজা রহমান জানান, মেজর এম জলিল সেতুতে ঘোরাফেরা করছিল দীপ। এ সময় একটি প্রাইভেটকার দীপকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উজিরপুর থানার ওসি শিশির কুমার পালকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত নন। তবে শিগগিরই ঘটনাটি খতিয়ে দেখা হবে।’
সারাবাংলা/আরএ/এমআই