Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে ভারতীয় ট্যাবলেট ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি


২২ মার্চ ২০১৯ ০২:১৯

দিনাজপুরের হিলি সীমান্তে প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট,কসমেটিকস পণ্য জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানায় বিজিবি।

সীমান্তের সাতকুড়ি এলাকা থেকে মালামাল গুলো জব্দ করা হয়। হিলি মংলা ক্যাম্প কমান্ডার আবু সাঈদ সারাবাংলাকে জানান,ভারত থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে দেশে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও গরু মোটাতাজাকরণ ট্যাবলেট নিয়ে প্রবেশ করেছে নিজস্ব গোয়েন্দা সূত্রের এমন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও-৭৯৫৬ এর বিজিবি সদস্যরা সাতকুড়ি গ্রামে ওতপেতে থাকে।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে চোরাকারবারিরা আসলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। তারা সেখানে কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো থেকে ভারতীয় প্যারপটিন ট্যাবলেট ১ লাখ ১৪ হাজার পিস, নিউসিপ ট্যাবলেট ২ হাজার পিস, সিজিনটেন ট্যাবলেট ১৪ হাজার ৪২০ পিস, ভারতীয় কসমেটিকস জনসন বেবী ওয়েল ১৩৯টি, ৬৬টি পন্ডস হোয়াইট বিউটি ক্রিম উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৩৯ লাখ ৫৫ হাজার টাকার বেশি।

সারাবাংলা/এমআরপি

ভারতীয় ট্যাবলেট হিলি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর