Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনরাগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত


২২ মার্চ ২০১৯ ০২:০৫

সড়ক দুর্ঘটনা

নারায়ণগঞ্জের সোনরাগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক বাবা জসিমউদ্দিন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার মল্লিকেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতরা স্থানীয় দড়িকান্দি এলাকার বাসিন্দা।

সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা জসিমউদ্দিন তার স্ত্রী সানজিদা বেগম ও পাঁচ বছরের মেয়ে শিশু জান্নাতকে নিয়ে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বেড়াতে যান। রাতে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় মল্লিকেরপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মাঝখানে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। আহত হন মোটরসাইকেলের চালক বাবা জসিমউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

সারাবাংলা/এমআরপি

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর