Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার ভিপির দায়িত্ব নিচ্ছেন নুর


২১ মার্চ ২০১৯ ২২:২৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নব-নির্বাচিত ডাকসু নেতাদের নিয়ে কার্যকরি সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায়। এ সভাতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডাকসু নির্বাচনে নেতাদের সঙ্গে ভিপির দায়িত্ব গ্রহণ করবেন নুরুল হক নুর। সারাবাংলাকে নুরের একাধিক ঘনিষ্ঠজন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ মার্চ  ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন দুপুরে নানা অনিয়মের অভিযোগ তুলে অন্য চারটি প্যানেলের সঙ্গে নির্বাচন বর্জন করে কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর প্যানেল।

বিজ্ঞাপন

নির্বাচনে ফল ঘোষণায় ডাকসুর প্রধানতম ভিপি প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে দুই হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর।

নির্বাচন বর্জন করার পর ভিপি হিসেবে নুর দায়িত্ব নিবেন কি না সে বিষয়ে প্রশ্ন ওঠে। এই প্রশ্নের উত্তর নুরুল হক নুর নিজেই দেন। ১২ মার্চ পুনরায় ডাকসুর দাবিতে অনশন করা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে নুর জানান, তিনি ভিপি পদ ও তার প্যানেল থেকে বিজয়ী আখতার হোসেনের সমাজসেবা সম্পাদক পদ বাদে ডাকসুর বাকি ২৩ পদে নির্বাচন চান। পুনরায় নির্বাচনের দাবিতে নুর আন্দোলন করবেন বলেও ঘোষণা দেন।

এরপর গত ১৬ মার্চ নুরসহ ডাকসু ও হল সংসদের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। পরের দিন ১৭ মার্চ সংবাদ সম্মেলন করে ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুর সবগুলোপদে পুনরায় নির্বাচন চান বলে ঘোষণা দেন।

নুরুল হক নুরের এমন দ্বৈতমতের কারণে ডাকসুতে তিনি দায়িত্ব নিবেন কি না সেটা নিয়ে সংশয় বাড়তে থাকে। বক্তব্য স্পষ্ট করতে বললে নুর সাংবাদিকদের বলেন ‘দায়িত্ব গ্রহণের বিষয়টি আমি সাধারণ শিক্ষার্থীদের ওপর ছেড়ে দিচ্ছি। তারা যদি আমাকে দায়িত্ব নিতে বলে তাহলে নেব।’

বিজ্ঞাপন

নুরুর ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ২৩ মার্চ ডাকসুর নির্বাচিত অন্য নেতাদের সঙ্গে নুর দায়িত্ব নেবেন। নুরের এমন সিদ্ধান্তের বিষয়ে নির্বাচন বর্জনকারী বাকি প্যানেলের প্রতিদ্বন্দ্বীরা বলেছেন নুর দায়িত্ব নেবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু পুনরায় নির্বাচনের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

নুরের দায়িত্ব গ্রহণের বিষয়ে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নুরুর প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বীতাকারী রাশেদ খান সারাবাংলাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। অধিকাংশ শিক্ষার্থী চায় নুর দায়িত্ব গ্রহণ করুক। শিক্ষার্থীদের দাবি নুর দায়িত্ব গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়ে সোচ্চার থাকুক।

তবে কিছু শিক্ষার্থী দায়িত্ব গ্রহণ না করারও আহ্বান জানিয়েছেন বলে জানান তিনি। কীভাবে  শিক্ষার্থীদের মতামত নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্যাম্পাসে ও হল ঘুরে শিক্ষার্থীদের মতামত নিয়েছি।’

এ বিষয়ে সারাবাংলার কাছে নুরুল হক নুরও একই মন্তব্য করেন। তিনি বলেন, ‘অধিকাংশ শিক্ষার্থী আমাকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানাচ্ছে। তারপরও আমি আরও শিক্ষার্থীর সঙ্গে কথা বলব। ভেবে চিন্তে তারপর একটা সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে প্রগতিশীল ছাত্র জোট থেকে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ও নির্বাচন বর্জনকারী লিটন নন্দী সারাবাংলাকে বলেন, ‘নুর দায়িত্ব নিবে কি না সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। আগামী ২৩ মার্চ কালোকাপড় মুখে দিয়ে বিক্ষোভ ও ২৮ মার্চ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে স্মারকলিপি দেব।’

সারাবাংলা/কেকে/একে

ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ভিপি নূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর