জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়ম বন্ধের পদক্ষেপ নেওয়ার নির্দেশ
২১ মার্চ ২০১৯ ২১:৪৬
ঢাকা: জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি। এছাড়া জেলেরা কোনো মালিকের অধীনে কাজ করে কি-না তা যাচাই করে চাল বিতরণেরও সুপারিশ করেছে কমিটি। বৃহস্পতিবার (২১ মার্চ) ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয় মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির মাধ্যমে ২০১৭-১৮ সালে ৪ হাজর ৩১০ কোটি টাকা অর্জন হয় এবং জিডিপিতে মৎস্যখাতের অবদান ৩ দশমিক ৫৭ ভাগ। এছাড়া খাদ্য ও কৃষি সংস্থার ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ মুক্তজলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয় এবং স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম স্থান অর্জন করেছে।
এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য উৎপাদন ছিল ৪২ দশমিক ৭৭ লাখ মেট্টিক টন যার মধ্যে ইলিশের উৎপাদন ছিল ৫ দশমিক ১৭ লাখ মেট্টিক টন।
বৈঠকে আরও বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরে দুধ উৎপাদন ছিল ৯৪ দশমিক ৬ লাখ মেট্টিক টন এবং ডিম উৎপাদন ছিল ১ হাজার ৫৫২ কোটি। মৎস্য গবেষণা ইনস্টিটিউট মাছের প্রজনন, জাত উন্নয়ন ও চাষাবাদ বিষয়ক এবং ব্যবস্থাপনা বিষয়ক এ পর্যন্ত ৬০টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।
বৈঠকে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মোহাম্মদ শহিদ ইসলাম, মো. শহিদুল ইসলাম (বকুল) ছোট মনির, নাজমা আকতার, শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদ।
সারাবাংলা/এএইচএইচ/এমআই