Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ ১২৫তম


২১ মার্চ ২০১৯ ১৪:৪৩

ছবি: সংগৃহীত

শুনে হয়তো হিংসে হতে পারে আপনার অথবা যেতে ইচ্ছে করবে ইউরোপের দেশ ফিনল্যান্ডে। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা এখন ফিনিশদের দখলে। তবে এই তালিকায় গত বছর ১১৫তম হলেও বাংলাদেশ এবার ১০ ধাপ পিছিয়ে হয়েছে ১২৫তম সুখী দেশ। খবর সিএনএনের।

জাতিসংঘের তত্ত্বাবধানে পালিত বিশ্ব সুখ দিবস উপলক্ষে বুধবার (২০ মার্চ) এই তালিকা প্রকাশ করা হয়। ১৫৬টি দেশকে নিয়ে করা এই তালিকায় সুখের মাপকাঠি হিসেবে ধরা হয়েছে, দেশটির নাগরিকদের আর্থিক সঙ্গতি, জীবনযাপনের স্বাধীনতা, দুর্নীতি কতটা কম, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও উদারতা।

বিজ্ঞাপন

এই তালিকায় শীর্ষ ৫টি সুখী দেশ হলো, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ড। অপরদিকে সবচেয়ে অসুখী দেশগুলো যথাক্রমে, দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, তাঞ্জানিয়া ও রুয়ান্ডা।

এছাড়া, অবান্তর শুনালেও পাকিস্তান এই তালিকায় ৬৭তম হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুখী দেশ হিসেবে এগিয়ে আছে। এছাড়া, শ্রীলংকা ১৩০, ভারত ১৪০, ভূটান ৯৫ ও নেপাল রয়েছে সুখী দেশের তালিকায় ১০০তম অবস্থানে।

সারাবাংলা/এনএইচ

সুখী দেশের তালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর